Obosh Onubhutir Deyal
- Artcell (2002)You are listening to the song Obosh Onubhutir Deyal by Artcell, in album Onno Shomoy. The highest quality of audio that you can download is flac . Also, you can play quality at 32kbps, view lyrics and watch more videos related to this song.
- Obosh Onubhutir Deyal - Artcell
- Onno Shomoy - Artcell
- Bhul Jonmo - Artcell
- Poth Chola - Artcell
- Rupok (Ekti Gaan) - Artcell
- Mukhosh - Artcell
- Rahur Grash - Artcell
- Itihash (Shomoy - Odrishto) - Artcell
- Kritrim Manush - Artcell
- Olosh Shomoyer Pare - Artcell
- Bhul Jonmo - Artcell
- Obosh Onubhutir Deyal - Artcell
- Olosh Shomoyer Pare - Artcell
- Song One - Artcell
- Song Two - Artcell
- Song Three - Artcell
- Song Four - Artcell
Lyrics
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
তবুও তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন
অন্ধকারময় কত স্মৃতি কত সময়।
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ
নিজের মাঝে তোমায় খোঁজা
আকাশ নীলে তাকিয়ে থাকা।
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যাস্ত ঢাকায়
মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়।
তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়
আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুন অন্ধকারময়
ভিড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে।
অনেক দূরের একলা পথে ক্লান্ত আমি ফিরি তোমার কাছে
মুখোশ খুলে বসে রই জানলা ধরে
আমার গানের শব্দ সুরের অন্তরালে তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে।
তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মত মিথ্যে ছায়ায়
পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি, কত মিথ্যে ভয়।
তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল
নির্জনতায় তোমার কোলাহল।
তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে
ফেলে আসা এই পথে দুজনেই একসাথে
আমার অবশ অনুভুতির দেয়াল জুড়ে কত সময়
হেঁটে এসে আমরা দু'জন
হারিয়েছে পথ কোথায় কখন।
আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
তোমার চোখের দূরের আকাশ মিশে থাকে রূপক হয়ে
তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় সরব একা।
তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা
তোমার জন্য পথ হারিয়ে অজানায়
তবুও তোমার লেখায় কথায়
ফেরে ক্লান্ত আমার অলস সময়
কত স্মৃতি কত অন্ধকার ভয়।
[Translation in English]
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
তবুও তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যা আগুন
অন্ধকারময় কত স্মৃতি কত সময়।
তোমার জন্য পৃথিবী আজকে ছুটি রোদ
নিজের মাঝে তোমার খোঁজা
আকাশ নিলে তাকিয়ে থাক।
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যাস্ত ঢাকায়
মানুষগুলো নিরক্ষর চোখে দুঃখ প্রকাশ করে
আকাশ পানে তাকায়।
তোমার জন্য পৃথিবী থেমে যায় সময়
আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুন অন্ধকারময়
ভিড়ের মাঝে আবার ভীড়
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাচ্ছি মুখোশ স্রোতে।
অনেক দূরে একলা পথ ক্লান্ত আমি ফিরি আপনার কাছে
মুখোশ খোলে বসে রই জানালা ধরে
আমার গানের শব্দ সুররে আড়ালালে তোমায় আঁকা কান্না চাপাও
মহাকালের ক্লান্ত পথে।
তোমার জন্য বৃষ্টি ঝরছে আমার লেখা
আলোর মত মিথ্যা ছায়ায়
পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি, কত মিথ্যা ভয়।
তোমার গলায় ভেতরের আতকে থাকে রেগে
আমার চোখে স্মৃতির ঘোলা জল
নির্জনতা তোমার কোলাহল।
তোমার না থাকার অস্তিত্ব রয়ে গেছে আমার breathless
বাদ আসা এই পথে উভয় একসাথে
আমার অবশ অনুভূতি প্রাচীর জুড়ে কত সময়
হাঁটতে এসে আমরা দুইজন
হারিয়েছেন কোথায় কখন।
আমার শরীর খুঁজে ফিরি আপনার অনুভূতি
তোমার চোখ দুরে আকাশ মিশে থাকে রূপক হয়ে
তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় অসাড় একা।
তোমার পৃথিবী হেরেছে চিরস্থায়ী অদৃশ্য
তোমার জন্য পথ হারিয়ে অজানায়ে
তবুও তোমার লেখায় কথায়
ফেরে ক্লান্ত আমার অলস সময়
কত স্মৃতি কত অন্ধকার ভয়।
[Translation in English]
the world has taken your leave today
Yet your fires lie in the shadow of the fires
How many memories are in the dark.
Earth for you today is the holiday sun
Looking for yourself
Keep looking at the sky.
The world has taken you today for the goodbye
In cloudy weather
Humans express sorrow in the illiterate eyes
The sky looks at the sky.
The time for the earth stops for you
My body is dark in the darkness of night
Again in the crowd crowd
My body mingled
Missing mask is going to forget the mask.
I am tired of a long way, I return to you
Rye opens the mask
Tune you to the tune of the sound of my song
The Tired Way of the Great Time.
I'm writing rain for you
False shades like light
My heart drops out of stone
How many memories, how many false fears.
Your throat is filled with anger
Smoky water in my eyes
Solitude is your racket.
You have no existence of my breathless
This way of the two together together
My unbearable feeling is how many times across the wall
When we came to walk, we two
Where are they lost?
My feeling to find my body
Your eyes get mixed up in the sky as a metaphor
A frustrating heart for you
Standing inside my nose alone.
Your world has lost forever the invisible
Lost the way for you unknown
Yet in your words
I was tired of my idle time
How many memories are so afraid of darkness.
Recent comments